জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর প্রকাশ্যে নিজস্ব ব্যানারে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করে ইসলামি ছাত্রশিবির, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শাখা। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামের সেমিনার কক্ষে এ আয়োজন করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ৩১ ব্যাচের শিক্ষার্থী অ্যাড. শাকিল আহমেদ। অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইটা লাইন একসাথে দেখা এই মুহূর্তে আমাদের জন্য যেমন আনন্দের তেমনি বিশ্বাস না হওয়ার মত। লাইন দুটি হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশকে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে ফ্যাসিবাদমুক্ত করেছে, তারা কোনোভাবে চাইনা এদেশে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হোক।
কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, অনেকে আমাদের আন্দোলনের নায়ক বলেন, মাস্টামাইন্ড বলেন। আন্দোলনের প্রকৃত নায়ক শহিদরা। গণঅভ্যুত্থানে বিজয় এসেছে শহীদ ভাইদের আত্মত্যাগের মাধ্যমে। শহিদরাই এই আন্দোলনের মাস্টারমাইন্ড।
শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, আমরা ৫ আগস্টের আগে যেভাবে দলমতের ঊর্ধ্বে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছি, যারই ফলশ্রুতিতেই আমরা স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছি। আগামী দিনে এই ঐক্যকে ধরে রাখলে আমরা স্বাধীনতার পূর্ণ লক্ষ্য অর্জনে সক্ষম হব ইনশাআল্লাহ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জাবি শাখার আজকেই প্রথম অনুষ্ঠান। জাবিতে প্রকাশিত হওয়ার পর থেকেই তারা বিভিন্নরকমের ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা চাই, জাবিতে শিবির নিয়ে যে ধরনের কথাবার্তা ও সমালোচনা উত্থাপিত হয়েছে সে বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে।
টিএইচ